জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক। ব্যাংকটি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ইনফরমেশন সিকিউরিটি অফিসার ও আইটি অডিটর পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদগুলোতে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম:
ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ইনফরমেশন সিকিউরিটি অফিসার ও আইটি অডিটর
যোগ্যতা:
ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে-সিএসই/সিএস/আইসিটি/আইটি বিভাগ থেকে ন্যূনতম বিএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
ইনফরমেশন সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে- সিএসই/আইসিটি/আইটি বিভাগ থেকে ন্যূনতম বিএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আইটি অডিটরের ক্ষেত্রে- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সমমান বিষয়ে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগামী ২১ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত: http://www.trustbank.com.bd
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/হিমেল