এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ, মেডিকেল অ্যাফেয়ার্স পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম:
এক্সিকিউটিভ, মেডিকেল অ্যাফেয়ার্স
যোগ্যতা:
বিএমডিসি স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতন প্যাকেজের আওতাভুক্ত করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা তাঁদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ‘এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ১৫৮ কামাল আতাতুর্ক এভিনিউ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩’ এই ঠিকানায় অথবা [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে পারবেন।
আবেদনের সময়সীমা:
আগামী ৩১ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৭/হিমেল