নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গেটকো গ্রুপ।
পদের নামঃ Manager (HR & Admin)
যোগ্যতাঃ
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।
- PGDHRM ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতাঃ নূন্যতম ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থলঃ ঢাকা।
বেতনঃ আলোচনা সাপেক্ষে।
চাকুরির ধরণঃ স্থায়ী।
আবেদনের শেষ তারিখঃ ০২ নভেম্বর, ২০১৭
আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় সিভি পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে বাম দিকে পজিশনের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। GETCO, 26 Shyamoli, Bir Uttam A W Chowdhury Road (Mirpur Road), Dhaka-1207, Bangladesh.
বিস্তারিত নিচের লিংকে দেখুন
http://jobs.bdjobs.com/jobdetails.asp?id=730191&ln=1
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ