খালেদা জিয়ার সিলেট আগমনকে কেন্দ্র করে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডন থেকে ছুটে আসছেন। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাত ২ টায় স্বস্ত্রীক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্যেশ্যে রওনা দিয়েছেন তিনি। আজ সকাল দশটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
উল্লেখ্য, প্রায় চার বছর পর আবারও সড়কপথে সিলেট আসছেন দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা খালেদা জিয়া। সোমবার সকালে ঢাকার গুলশান থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপিনেত্রী।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল