শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জনপ্রিয় লেখক প্রফেসর ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বিকেল ৪টায় এই সমাবশে অনুষ্ঠিত হবে।
এক যুক্ত বিবৃতিতে ন্যাপ সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দ হান্নান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারস্টিার মো. আরশ আলী, জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দল সিলেট জলোর সভাপতি ধীরনে সিংহ, ওর্য়ার্কাস পার্টি সিলেট জেলা সভাপতি কমরডে আবুল হোসেন, সিপিবি সিলেট জেলা সভাপতি কমরডে হাবিবুল ইসলাম খোকা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, গণতন্ত্রী পার্টির জেলার সাধারণ সম্পাদক আরিফ মিয়া, জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ,কবিরয়িা চৌধুরী, মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন ও ন্যাপ সিলেট জেলার সাধারণ সম্পাদক ধারা রন্জন দাস চৌধুরী আগামীকালের সমাবেশে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৪ মার্চ, ২০১৮/ওয়াসিফ