সিলেটের বিশ্বনাথ উপজেলার শাবান টেংরা গ্রামের সৌদি প্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী নুর জাহান সিদ্দিকা রিমার (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ঘুমাতে যাওয়া রিমা আজ সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা রুমে প্রবেশ করে তাকে ফ্যানের সাথে (গলায় ওড়না পেচানো) ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলেন জানান থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার