নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১১ শিক্ষার্থীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেডিকেল কলেজের হলরুমে এ শোকসভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
শোকসভায় বক্তারা বলেন, এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়ে নেপালি শিক্ষার্থীরা দেশে ফিরছিলেন। কয়েক দিনের মধ্যে তারা ফিরে এসে মানবতার সেবায় আত্মনিয়োগ করার কথা ছিল। কিন্তু বিমান দুর্ঘটনা তাদের সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। তাদের এই অকাল প্রয়ানে শুধু নিহতদের পরিবার বা নেপালের লোকজনই নয়, রাগীব রাবেয়া মেডিকেলের শিক্ষক-শিক্ষার্থীরাও গভীরভাবে শোকাহাত।
উপস্থিত সবাই নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।শোকসভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১৯ মার্চ, ২০১৮/ফারজানা