সিলেটের ওসমানীনগর উপজেলার একারাই গ্রামের জমিতে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় এক অজ্ঞাত নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৪টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার বেলা ১টার দিকে পতিত ওই জমি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় লাশ দুটি দেখতে পান। পরে খবর দেয়া হলে বিকাল ৪টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি সহিদ উল্লাহ বলেন, অন্য কোথাও ওই নারী ও শিশুকে হত্যা করে এখানে লাশ ফেলে রাখা হতে পারে। মহিলার বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুটির বয়স ৭-৮ বছর হবে। লাশ দুটিতে পচন ধরেছে। শিশুটির লাশ ছিল খণ্ড-বিখণ্ড। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৮/ ই জাহান