সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার মসজিদের জায়গার মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়নি। তবে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে বহর গ্রাম।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে জানান, সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় কেউ মামলা দায়ের করেনি।
এদিকে, সংঘর্ষে প্রতিপক্ষ মিত্রিমহল গ্রামের দুজন নিহত হওয়ার পর বহর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে পুরুষরা নিজ গ্রাম ছেড়ে অন্যত্র আত্মীয়স্বজনদের বাড়িতে গিয়ে থাকছেন।
গত শনিবার সকালে উপজেলার মিত্রিমহল মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া (৩৫) ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ (২৫) নিহত হন। আহত হন আরো ৪০ জন। ঘটনার পর পুলিশ একটি একনলা বন্দুক উদ্ধার করে। সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে ১০ জনকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার