সিলেট নগরের সুবিদবাজারে একটি বহুতল ভবনকে ঘিরে অভিযান চালিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করেছে র্যাব। এ সময় দুটি শর্টগান, দুটি লম্বা দা, স্নাইপার ও গুলিসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুবিদবাজার এলাকার এক্সেল টাওয়ার ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯।
তবে অভিযান সম্পর্কে র্যাব-৯ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রদান করা হয়নি। অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, সোমবার (২৬ মার্চ) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/হিমেল