সিলেট নগরীর ঘাসিটুলা এলাকায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার দুপুরে কোতোয়ালী থানা পুলিশ ঘাসিটুলা শাহীন মিয়ার কলোনি থেকে তার লাশ উদ্ধার করে।
জেসমিন ওই কলোনির বাসিন্দা আনোয়ার মিয়ার স্ত্রী। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পঠিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জেরে জেসমিন নামের ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পুলিশ বিভিন্ন আলামত দেখে নিশ্চিত হয়েছে। গৃহবধূর লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’
বিডিপ্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৮/ ই জাহান