‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ উপজেলার রামসুন্দর স্কুল মাঠে তাদের সংবর্ধনা দেয়া হয়। পরে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা তুলে দেন অতিথিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফজলুল হকের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ-জুহরা, পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী, প্রকৌশলী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী।
বিডি প্রতিদিন/এ মজুমদার