মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সিলেট নগরীতে শোভাযাত্রা করেছে জেলা ও মহানগর বিএনপি। নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা জিয়া অরফানেজ মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব