বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি রক্ষায় সিলেটে একাডেমিক কালচারাল সেন্টার ও একটি কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার নগরীর মাছিমপুরে মণিপুরী সম্প্রদায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন।
এসময় ভারতের সহকারী হাইকমিশনার এল. কৃষ্ণমূর্তি উপস্থিত ছিলেন। এর আগে মেয়র আরিফ ও সহকারী হাইকমিশনার কৃষ্ণমূর্তি মাছিমপুরস্থ মণিপুরী মন্দির প্রাঙ্গনে স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
মেয়র বলেন, মাছিপুরস্থ মণিপুরী মন্দিরে ঘুরতে এসে মণিপুরী নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর তিনি ফিরে গিয়ে শান্তিনিকেতনে মণিপুরী নৃত্যচর্চা চালু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিরক্ষা করা গেলে মাছিমপুর এলাকা পর্যটকদেরও আকর্ষণ করবে।
পরে হাইকমিশনার ভারত সরকারের অর্থায়নে নগরীর ধোপাদিঘীরপাড় সংস্কার কাজ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার