সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরের বাসা থেকে মঙ্গলবার রাতে আটক হওয়া ১২ জনকে বিভিন্ন মামলায় আটক দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, রাতে আটকের পর যাচাই-বাছাই শেষে ডা. শাহরিয়ারকে ভোর রাতে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ আরও কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিএনপির ১২ নেতাকর্মীকে যাচাই-বাছাই শেষে বিভিন্ন মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
একই কথা বলেছেন মহানগর পুলিশের অতিরিক্তি পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার। তিনি জানান, আটককৃতদের যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর যতরপুর এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বিএনপির বেশকয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তবে থানায় নেওয়ার পর যাচাই বাছাই করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। এর বাইরে আটক রয়েছেন ১২ নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৮/মাহবুব