নিখোঁজের চারদিন পর সিলেটের সুরমা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর মাছিমপুর শুটকির আড়ত সংলগ্ন নদী থেকে দেবাশীষ রাজকুমার নামের ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। রাজকুমার সিলেট নগরীর মাছিমপুর মণিপুরী পাড়ার বাসিন্দা।
সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া জানান, গত ২ ফেব্রুয়ারি রাজকুমার নিখোঁজ হয়। বৃহস্পতিবার নদীতে তার লাশ পাওয়া যায়। লাশে পচন ধরে চামড়া উঠে গেছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার