মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল ইউনিয়নের ৩নং ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোডের আমির হোসেনের ছেলে সেলিম মিয়া (৩৫) ও সিলেটের জৈন্তাপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে জালালউদ্দিন (৪২)।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত