‘৯৯৯’-এ কল করলেই খাদ্য সহায়তা পাচ্ছেন করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষ। চাহিদা জানার পর কর্মহীনদের ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
সম্প্রতি করোনা সংকটে সরকারি নির্দেশনা মেনে গাড়ি বন্ধ রেখে বাড়িতেই অবস্থান করছিলেন সিলেটের উপজেলা সদরের পূর্ব চান্দশিরকাপন গ্রামের মাইক্রোবাস চালক সুহেল।
নিত্য আয়-রোজগার না থাকায় খাদ্য সংকট দেখা দেয় তার সংসারে। ৬ সদস্যের পরিবার নিয়ে যাচ্ছিল চরম দু:সময়। এ অবস্থায় তার স্ত্রী বৃহস্পতিবার (২এপ্রিল) ‘৯৯৯’-এ ফোন করে নিজেদের অসহাত্বের কথা জানান। জানানোর কিছুক্ষণ পর, খাদ্য সহায়তা নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। তারা পায়, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল ও একটি সাবান।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন, অপ্রয়োজনে বাহিরে ঘুরবেন না কেউ। সহায়তা পাবার উপযুক্ত কেউই অভুক্ত থাকবে না। সরকারি নিদের্শনায় কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি আমরা। পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের উদ্যোগেও দেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন