সাবেক সংসদ সদস্য (এমপি) ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা ওয়াহিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সোমবার বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সেখানে তার নিয়মিত ডায়ালসিস চলছিল বলে জানা গেছে।
হোসনে আরা ওয়াহিদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের সহধর্মিণী। মৃত্যুকালে স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
হোসনে আরা ওয়াহিদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/আরাফাত