সেনাবাহিনীর এক কর্মকর্তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে সিলেট ওসমানী হাসপাতালে পরিচালক হিসেবে নিয়োগ দিতে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে তাদের চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করেছে।
এদিকে, ওসমানী হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের চাকরি আবারও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত