সিলেটের জালালাবাদ থানাধীন তারাপুর চা বাগানে চলতা (চালিতা) গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিকাশ রায় (২৭) নামের ওই চা শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
বিকাশ রায় তারাপুর চা বাগানের মৃত রাম রায়ের ছেলে। তিনি কিছুটা সহজ-সরল ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যায় বিকাশ রায় তার বাড়ির পাশের একট চলতা গাছে ওঠেন। কিন্তু এরপর থেকে তিনি নিখোঁজ হন এবং রাতে ঘরে ফেরেননি। বৃহস্পতিবার দুপুরে বাগানের টিপু মিয়ার বাড়ির পাশে ওই চলতা গাছের পাশেই বিকাশের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জালালাবাদ থানায় খবর দিলে দুপুর দেড়টার দিকে একদল পুলিশ এসে বিকাশের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, বিকাশ রায় কিছুটা মানসিক ভারসাম্যহীন। চলতা থেকে পড়েই তার মৃত্যু হয়েছে- প্রাথমিকভাবে এটাই নিশ্চিত হওয়া গেছে। গাছ থেকে পড়ার আলামত পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত