সিলেটে চালতা গাছের নিচ থেকে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই শ্রমিক। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরতলীর তারাপুর চা বাগান এলাকার একটি চালতা গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিকাশ রায় (২৭) নামে ওই যুবক তারাপুর চা বাগানের মৃত রাম রায়ের ছেলে। বিকাশ ওই বাগানের শ্রমিক ছিলেন। তিনি সহজ সরল প্রকৃতির ছিলেন বলে বাগানের অন্য শ্রমিকরা জানিয়েছেন।
তারাপুর চা বাগানের শ্রমিকরা জানান, বুধবার সন্ধ্যায় বিকাশ রায় ঘর থেকে বের হয়। এরপর সে আর ঘরে ফিরে আসেনি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তারাপুর চা বাগান এলাকার একটি চালতা গাছের নিচে বিকাশের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালতা গাছ থেকে পড়ে বিকাশের মৃত্যু হয়েছে। বিকাশের শরীরে গাছ থেকে পড়ার আলামত পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই