সিলেটের কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মারামারিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশাহিদ আলী (৬২) নামে ওই বৃদ্ধ মারা যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা নোয়াগাঁওয়ের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শিমুলতলা নোয়াগাঁও এর মোশাহিদ আলী ও ফারুক মিয়ার মধ্যে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে মোশাহিদ আলী, তার ভাতিজা ফারুক মিয়া, মওদুদ, হাসান ও আবদুল হান্নান আহত হন। অপরপক্ষে হামিদ মিয়া নামের একজন আহত হন।
আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে বুধবার দিবাগত রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোশাহিদ আলী মারা যান। আহত ফারুক মিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/আবু জাফর