সিলেটে মামাতো ভাইদের সাথে মারামারিতে জাফর ইমাম নামে এক যুবক মারা গেছেন।
শুক্রবার ভোরে জাফর ইমাম মারা যান। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের শহীদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মামাতো ভাই সাদ্দাম হোসেনের সাথে গত বুধবার জাফর ইমামের মারামারি হয়। এতে গুরুতর আহত হন জাফর ইমাম। এ ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন জাফর ইমাম। শুক্রবার ভোরে তিনি মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, জাফর ইমামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে হামলার কারণে না অন্য কোন কারণে তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন