সিলেটের বিশ্বনাথে দুইপক্ষের সংঘর্ষে থানার ওসিসহ অন্ততঃ অর্ধশত লোক আহত হয়েছেন। রবিবার (১৬ অক্টোবর) রাত ৯টায় টোল আদায়কে কেন্দ্র করে বিশ্বনাথের লামাকাজী বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
ঘণ্টাব্যাপী ওই সংর্ঘষে জড়ান ওই ইউনিয়নের মির্জারগাঁও এবং পাঁচগাঁও (সাঙ্গিরাই, দোকানিপাড়া, কাজিরগাঁও, কেশবপুর ও মোল্লারগাঁও) গ্রামের মানুষ। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।
আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজাপুর গ্রামের নজির মিয়া (২১), কেশবপুর গ্রামের ফয়ছল আহমদ (২২), একেএম দুলাল (৪৫), দোকানীপাড়া গ্রামের আবদুল হক (৪০), সাঙ্গিরাই গ্রামের শাকরান মিয়া (১৯) ও কাজিরগাঁও গ্রামের শায়েস্তা মিয়া (৩৫)। অন্যদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের
জালালাবাদ থানার জাঙ্গাইল গ্রামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক লামাকাজী ব্রিজের টোল ফাঁকি দিয়ে চলে যেতে চাইলে তাকে থামিয়ে টোল আদায় করেন দায়িত্বরতরা। এসময় ওই চালকের সাথে টোল আদায়কারী লোকদের বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে চালকের পক্ষ নিয়ে স্থানীয় মির্জারগাঁও গ্রামবাসী এবং টোল আদায়কারীদের পক্ষ নিয়ে পাঁচগাঁও (সাঙ্গিরাই, দোকানীপাড়া, কাজিরগাঁও, কেশবপুর ও মোল্লারগাঁও) গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় লামাকাজী বাজার পয়েন্ট। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় শতাধিক দোকানপাট ও অন্তত ২০টি যানবাহন। দোকানগুলোতে করা হয়
লুটপাটও। এসময় সিলেট-সুনামগঞ্জ ও লামাকাজী-বিশ্বনাথ সড়কে যান চলাচল বন্ধহয়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান। পরে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার পুলিশ দল ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে বিশ্বনাথ থানা পুলিশকে সহায়তা করে। ৭ রাউন্ড টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়ে রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। প্রায় তিন ঘন্টা পর সিলেট-সুনামগঞ্জ ও
লামাকাজী-বিশ্বনাথ সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ