সিলেট-৬ আসনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামী লীগ নেতারা। নৌকা ছেড়ে আওয়ামী লীগ নেতারা অংশ নিচ্ছেন শমসের মবিনের প্রচারণায়।
বুধবার বিকালে গোলাপগঞ্জ উপজেলা চৌমুহনীতে শমসের মবিনের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নেতারা তার মঞ্চে ওঠে বক্তব্য রাখেন। এছাড়াও গত কয়েকদিন থেকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শমসের মবিন চৌধুরীর সোনালী আঁশ প্রতীকের প্রচারণা চালাচ্ছেন।
গতকাল বুধবার গোলাপগঞ্জ চৌমোহনীতে অনুষ্ঠিত শমসের মবিনের নির্বাচনী জনসভায় সভাপতিত্বও করেন আওয়ামী লীগ নেতা। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুবিন আহমদ জায়গিরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
জনসভায় আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, রুকন উদ্দিন, আবুল ফজল চৌধুরী শাহেদ, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত