চলতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটের কোথাও কেক কাটেননি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা। ব্যতিক্রম ছিল কেবল সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। কয়েকজন সহকর্মী নিয়ে দাপটের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কেক কেটেছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমদ (২৬)।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনেও দাপট দেখিয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে তার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালানোরও। অবশেষে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) গ্রেফতার হওয়া শাহীন আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ছাত্রলীগ নেতা শাহীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার প্রমাণ রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ