রাজধানীর শাহবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আরমান (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে আরমান সাইকেল চালিয়ে যাওয়া সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান নোয়াখালীর কোম্পানিগঞ্জের নুরুল হুদার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস আরমানকে ধাক্কা দিলে সে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার মো. মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৫/মাহবুব