'সকল সমস্যা সমাধানের এক মাত্র পথ নির্বাচন'- সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এমন বক্তব্যের সমালোচনা করে সংগঠনটিকে বিএনপির একটি অঙ্গ সংগঠন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে শ্রীলংকার নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাশেকারার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিআইবি কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা কীভাবে দাবি করেছে যে ‘সকল সমস্যা সমাধানের এক মাত্র পথ নির্বাচন’। এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। প্রতিষ্ঠানটি একটি গবেষণামূলক সংস্থা। তাদের কাজ গবেষণা করা। কেন তারা রাজনৈতিক কথাবার্তা বলে তা আমার জানা নাই।’
তিনি বলেন, ‘টিআইবি এ সংসদে কোরাম সংকটের বিষয়ে যে তথ্য দিয়েছে তা একেবারে অসত্য। বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন কোরাম সংকট ছিল। এখন তা নেই। তাই টিআইবিকে বিএনপি অঙ্গ সংগঠন বলা যায়।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘টিআইবির আগের কাজের ধরন, আর এখনকার কাজের ধরনের পার্থক্য এসছে। তারা আগে নির্বাচনের কথা বলত না, এখন তারা বলে। এতে বোঝা যায় তারা কাদের পক্ষে কথা বলে।’
সংগঠনটির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘টিআইবি বাংলাদেশের উন্নয়নে কোনো প্রসংশা করে না। তাদের কাছ থেকে আমি কোনো প্রসংশামূলক কথা শুনিনি। বাংলাদেশের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রসংশা করলেও, টিআইবি করে না।’
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব