চট্টগ্রামে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় তিন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর ইপিজেড থানাধীন কর্ণফুলী ইপিজেডে’র একটি নিমার্ণাধীন কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আরিফ (৩৫), রেজাউল করিম (৩০) এবং শাহ আলম (৩২)। এদের মধ্যে রেজাউলের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে ও শাহ আলমের বাড়ি খুলনা জেলার মংলায়।
সিএমপি’র বন্দর জোনের সহকারি পুলিশ কমিশনার জাহেদুল আলম বলেন, ‘নিমার্ণাধীন কারখানার একটি সেপটিক ট্যাংকের ঢালাই কাজে ব্যবহার করা বাঁশ সরাতে গেলে মো. আরিফ অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধারের জন্য বাকি দুই শ্রমিকও ট্যাংকে প্রবেশ করে। এসময় বিষয়ক্রিয় ৩ জন মারা যান। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদের লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব