জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম এবং রণদীপন বসুকে কুপিয়ে আহত করার ঘটনায় নিন্দা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীববিক্রম।
শনিবার রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ জানান।
বিবৃতিতে তিনি প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন