জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে কলা ও মানবিক অনুষদভুক্ত আন্তর্জাতিক সম্পর্ক(সি-১) ও ইংরেজি(সি-২) বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।
ফলাফলে দেখা গেছে, আন্তর্জাতিক সম্পর্ক(সি-১) বিভাগে ছাত্রদের জন্য নির্ধারিত মোট ৩৩টি আসনের বিপরীতে বিজ্ঞান বিভাগ থেকে ৯০ জন, মানবিক বিভাগ থেকে ১৬১ জন এবং ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগ থেকে ৮০ জন মিলিয়ে মোট ৩৩১ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, একই বিভাগে ছাত্রীদের জন্য মোট আসন রয়েছে ২৭টি। এখানে বিজ্ঞান বিভাগ থেকে ৭০ জন, মানবিক বিভাগ থেকে ১৩০ জন এবং ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগ থেকে ৭২ জন মিলিয়ে মোট ২৭২ জন ছাত্রী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে, ইংরেজি (সি-২) বিভাগে ছাত্রদের জন্য নির্ধারিত মোট ৩৬টি আসনের বিপরীতে ৩৬০ জন পরীক্ষার্থী এবং ছাত্রীদের মোট ২৯টি আসনের বিপরীতে ২৯৩ জন পরীক্ষার্থকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করে ফলাফল জানা যাবে।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব