চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। প্রথম দিন ‘এ’ ও ‘জে’ ইউনিটের প্রায় সাড়ে পাঁচশ আসনের বিপরিতে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। রবিবার সকালে ‘এ’ ইউনিটের এবং বিকেলে ‘জে’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব এসএম আকবর হোছাইন বলেন, ‘এ’ ইউনিটের ৫৪৬ আসনের বিপরিতে ভর্তি পরীক্ষায় ২৫ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‘জে’ ইউনিটের ৮৫ আসনের বিপরিতে ৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ক্যাম্পাস ছাড়াও হাটহাজারী কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা