সারাদেশের সঙ্গে চট্টগ্রামেও জেএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার বাংলা প্রথম পত্র ও কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার মধ্য দিয়ে জেএসসি ও জেডিসি শুরু হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সুত্রে জানা যায়, রবিবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বোর্ডের ১১৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জেএসসি’তে ১ লাখ ২০ হাজার এবং জেডিসি’তে ১৮ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা