দেশের আলোচিত হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রবিবার প্রথম দিনের আসামি শাহ সেলিম টিপুর পক্ষে তার আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এদিন আংশিক যুক্তিতর্ক শেষে ৯ নভেম্বর পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম।
মহানগর দায়রা জজ আদালের অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী বলেন, বাদিপক্ষের যুক্তিতর্ক শেষে রবিবার থেকে আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। আসামি পক্ষের আংশিক যুক্তিতর্ক শেষে ৯ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় হিংস্র কুকুর লেলিয়ে হত্যা করা হয় শিক্ষার্থী হিমুকে। এ ঘটনায় তার মামা প্রকাশ দাশ অসিত বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ সেপ্টেম্বর ওই মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এ বছরের ১৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষগ্রহণ শুরু হয়।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা