ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার আসামি মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগিনা রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আসামি রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দ পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন আসামিকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পরে জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে আসামির স্বীকারোক্তিমূলক জাবানবন্দিতে কি কি কথা বলেছে তা জানা যায়নি।
এছাড়াও এই মামলার আরেক আসামি শ্যুটার রুবেল এর আগে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর গুলশানের সড়কে ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন ইতালির এই নাগরিক।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা