গণজাগরণ মঞ্চের সংগঠক ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
বাপ্পাদিত্য লিখেছেন, ''কিছুক্ষণ আগে রাত ৯টা ৯ মিনিট ২৩ সেকেন্ডে আমার ফোনে একটি নম্বরবিহীন এসএমএস এসেছে। ইংরেজিতে তাতে লেখা রয়েছে Be prepared... Next target you... (বি প্রিপিয়ার্ড, নেক্সট টার্গেট ইউ)। বিষয়টি আমি স্থানীয় থানার ওসি এবং ডিবিকে জানিয়ে রেখেছি।''
এর আগে শনিবার সন্ধ্যায় জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন দুপুরে শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশকসহ তিন ব্লগারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এ ঘটনার একদিন পর রবিবার সময় প্রকাশনীর প্রকাশককেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর ২০১৫/এস আহমেদ