নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। পুলিশ প্রয়োজন মনে করলে যে কোনো মামলায় অনুমতি ছাড়াই অধিকতর তদন্ত করতে পারবে এবং সেশন জজকে ষড়যন্ত্রের একটি ধারা (১২০বি) যোগ করতে বলেছেন উচ্চ আদালত।
আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার। তার সঙ্গে ছিলেন আইনজীবী মন্টু ঘোষ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
পরে অাইনজীবী মন্টু ঘোষ সাংবাদিকদের জানান, আদালত বলেছেন, এখানে ষড়যন্ত্র হয়েছে। তাই সেশন জজকে ষড়যন্ত্রের ধারা (১২০বি) অন্তুর্ভুক্ত করে মামলাটির সুবিচার করতে নির্দেশ দিয়েছেন। অধিকতর তদন্তের বিষয়ে তিনি বলেন, এখানে আদালত বলেছেন, তদন্ত কর্মকর্তার আইনগত ক্ষমতা আছে। তিনি চাইলে যেকোনো সময় তদন্ত করতে পারেন।
প্রসঙ্গত, গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জন এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় দু’টি মামলা করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৫/ রশিদা