টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গোডাউনে মঙ্গলবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাত সোয়া ৪টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার মো. দেলোয়ার হোসেনের তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে গোডাউনের মালিক জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ