চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের লেখা দেয়ালিকা মুছে দিল ছাত্রশিবির। আজ শুক্রবার জুমার নামাজের আগে ও পরে দেয়ালিকাগুলো মুছে দেয়া হয়।
এর আগে গত ১৬ ডিসেম্বরের আগে ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখা মূল প্রবেশ পথ, প্রশাসনিক ও ভুটানি ভবনের সামনে দেয়ালিকাগুলো লিখে।
ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি আবু মুহাম্মদ আরিফ বলেন, ১৬ ডিসেম্বরের বিজয় দিবসকে সামনে রেখে আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘জয়বাংলা-জয় বঙ্গবন্ধু, শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি’সহ এ জাতীয় কিছু দেয়ালিকা লিখি। কিন্তু আজ শিবিরের কর্মীরা এসব মুছে দেয়।
প্রসঙ্গত, গত বুধবার বিজয়ের দিনে ছাত্রলীগ শহীদ মিনারে ফুল দিতে গেলে শিবির হামলা করে। এরপর ছাত্রলীগ-শিবির-পুলিশ দফায় দফায় সংঘর্ষ হয়। পরে পুলিশ ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শিবিরের ১১৩ কর্মীকে আসামী করে দুটি মামলা দায়ের করে। তাছাড়া ঘটনার দিন আটক ১৪ জনকে আদালত গত বৃহস্পতিবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন