রাজধানীর শ্যামলী এলাকার ওভার ব্রিজের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক যুবকের (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল হক জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ