চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ৩০০ লিটার চোলাই মদসহ জসীম উদ্দিন (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জসীম উদ্দিনের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
কোতোয়ালী থানার উপ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, রাতে শহীদ মিনারের সামনে থেকে একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
মদগুলো হাজারীগলিতে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ