রাজধানীর বাসাবো এলাকায় যাত্রীবিহীন একটি রিকশায় থাকা স্যুটকেসের ভেতরে থেকে মো. সুমন (২৪) নামের এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালের এই ঘটনায় ওই রিকশাচালক ওলিউল্লাহকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালের দিকে আহমেদবাগে ওলিউল্লাহর রিকশায় থাকা একটি স্যুটকেস থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা রিকশা থামিয়ে স্যুটকেস খুলে লাশ দেখে পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, রিকশাচালক ওলিউল্লাহকে গ্রেফতার করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাসাবো ওহাব কলোনির এক বাসায ওই যুবকের মাথা পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে আমরা তার পরিচয় জানতে পারি।”
তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি ওই পুলিশ কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য সুমনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব