মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান। নইলে ওই মন্তব্যের জন্য খালেদা জিয়ার বিচার হবেও বলে তিনি হুঁশিয়ারি করে দেন।
বৃহস্পতিবার দুপুরে ত বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় জাতীয় নদী রক্ষা কমিটির সভায় সমাপনী বক্তৃতায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বেগম জিয়া এসব কথা বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের মুখে ফেলেছেন। তিনি বলেন, বেগম জিয়া, পাকিস্তানীদের স্বার্থে, যুদ্ধাপরাধীদের রক্ষার স্বার্থে এবং ক্ষমতায় যাওয়ার স্বার্থেই এমন কথা বলছেন। বিএনপি-জামায়াত জোট মানুষ খুন করে হলেও রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এবং এটা তাদের (বিএনপি-জামায়াত) ভাষায় নাকি জায়েজ বলে মন্তব্য করে এদেরকে চিনে রাখার জন্য তিনি দেশের মানুষের প্রতি আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নদী রক্ষা কমিটির সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন।
সভায় বরিশাল বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মো. মোজাম্মেল হোসেন, রেঞ্জ ডিআইজি মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক প্রধান প্রকৌশলী মো. মোশাররফ হোসেন ও বিভাগের ৬ জেলার জেলা প্রশাসকসহ বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ২০১৩ সালে সরকার জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করে। এই কমিশনের মাধ্যমে দেশের সব নদীর প্রকৃত অবস্থা জেনে, নদী সীমানা নির্ধারণ ও নাব্যতা রক্ষা, দুষণ প্রতিরোধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদী রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব