থার্টি ফার্স্ট (৩১ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে রাজধানীর উন্মুক্ত স্থানে জমায়েত, সমাবেশ এবং উৎসবে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করবে ডিএমপি। ওইদিন সন্ধ্যা ছয়টার পর মদের বারও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে কোনো স্থানে জমায়েত হয়ে উৎসব উদযাপন করা যাবে না। উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না।’
তবে বড় হোটেল, মোটেল, রেস্টুরেন্টে ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি ভোর পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাই উন্মুক্ত স্থানে অনুষ্ঠান উদযাপন না করে প্রয়োজনে ইনডোরে অনুষ্ঠান উদযাপনের আহ্বান জানান ডিএমপি কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় ফেরার অনুরোধ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টার পর বহিরাগত কোনো গাড়ি বা ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত ৮টার পর বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না। আর সন্ধ্যা ছয়টার পর হাতিরঝিল এলাকায় প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।''
সন্ধ্যা ছয়টার পর সকল বার বন্ধ থাকবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আজ থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালানো হবে।’
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব