গাজীপুরের কাপাসিয়া এলাকায় প্রেমিকের বাড়িতে দগ্ধ নুসরাত জাহান শান্তা (১৯) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহত শান্তা রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ার এলাকার আব্বাস আলীর মেয়ে এবং ওই এলাকার একটি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস শান্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেশ কয়েক বছর আগে মোবাইলে শান্তার সঙ্গে গাজীপুর কাপাসিয়ার নলগাঁও গ্রামের তৌহিদুর রহমান নামে এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৬ থেকে ৭ মাস আগে তৌহিদুর মালয়েশিয়া চলে যান। এরপর থেকে তিনি শান্তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। এর মধ্যে বুধবার শান্তা গাজীপুরে ওই ছেলের বাড়িতে গিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়।
এসময় গুরুতর আহত অবস্থায় শান্তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব