ইংরেজি নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপন করার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানা যায়।
এছাড়া, ঢাবি ক্যাম্পাসের মধ্যে অবস্থানরত আবাসিক সবাইকে এদিন রাত ৮টার মধ্যে বাসায় প্রবেশ করতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব