কুমিল্লা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফলে গড় পাশের হার শতকরা ৯৯ দশমিক ২৬ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ১৬ হাজার ১ শত ৬৮ জন। জিপিএ-৫ প্রাপ্ত বালকের সংখ্যা ৬ হাজার ৯ শত ১ জন এবং বালিকার সংখ্যা ৯ হাজার ২ শত ৬৭ জন। জেলায় সর্বোচ্চ শতভাগ পাশ করেছে বুড়িচং উপজেলার শিক্ষার্থীরা। সর্বনিম্ন পাশের হার মনোহরগঞ্জ উপজেলায়। এই উপজেলায় পাশের হার শতকরা ৯৫ দশমিক ৯৭ ভাগ। এ জেলায় ৪ হাজার ৬শত ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার ৮ শত ৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯ শত ৯৪জন উত্তীর্ণ হয়। পরীক্ষার্থী বালকের সংখা ৫৩ হাজার ১ শত ৬২জন। পাশ করেছে ৫২ হাজার ৭ শত ৬১ জন। পাশের হার ৯৯ দশমিক ২৪ ভাগ। বালকদের জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯ শত ১ জন। বালিকা পরীক্ষার্থীর সংখা ৬৭ হাজার ৭ শত ২৫ জন। পাশ করেছে ৬৭ হাজার ২ শত ৩৩জন। পাশের হার ৯৯ দশমিক ২৭ ভাগ। বালিকাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ২ শত ৬৭ জন।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা