কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর পাশের হার শতকরা ৯২ দশমিক ৫১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭শ ৪৭ জন। এ বছর বোর্ডের ৬ জেলার ১ হাজার ৮ শত ৩৯টি স্কুল থেকে ২ লাখ ৪১ হাজার ৫শ ৪১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয় ২ লাখ ২৩ হাজার ৪শ ৫৩ জন। বালক পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২ হাজার ১ শত ৬ জন। উত্তীর্ণ হয় ৯৫ হাজার ২শ ৫৯ জন। পাশের হার ৯৩ দশমিক ২৯ ভাগ । বালকদের মধ্যে জিপিএ ৫ প্রাপ্তের সংখ্যা ৮ হাজার ৮২ জন। বালিকা পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪ শত ৩৫ জন। উত্তীর্ণ হয় ১ লাখ ২৮ হাজার ১শ ৯৪ জন। পাশের হার ৯১ দশমিক ৯৪ ভাগ। জিপিএ প্রাপ্তের সংখ্যা ১২ হাজার ৬ শত ৬৫ জন। বোর্ডের আওতাধীন ১ হাজার ৮ শত ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪শ ৪৫টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। শূন্য পাশের হার একটিও নেই।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা