চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০ জন শিক্ষার্থীকে ছাত্রী নির্যাতন, মারামারি, জঙ্গি সন্দেহ, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপরাধে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে চবি কর্তৃপক্ষ সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ছাত্রী নির্যাতন, মারামারিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা